Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে হাসপাতালে মিসাইল হামলা, নিহত ৪

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৬:১৪ পিএম

ইউক্রেনে হাসপাতালে মিসাইল হামলা, নিহত ৪

ফাইল ছবি

ইউক্রেনের একটি হাসপাতালে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে চার চারজন নিহত হয়েছেন।

দেশটির পূর্বাঞ্চলীয় আদভিভকার দোনেৎস্ক শহরের একটি হাসপাতালে এ হামলা চালানো হয়। 

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো এ তথ্য নিশ্চিত করেন। খবর আল-জাজিরার।

টেলিগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, সোমবার সকালে রুশ বাহিনী শহরের একটি হাসপাতালে মিসাইল হামলা চালিয়েছে। 

এদিকে রোববার ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার এক টুইটবার্তায় জেলেনস্কি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। 

টুইটারে জেলেনস্কি জানিয়েছেন, ‘মূল আলোচনা’র জন্য তার ‘বন্ধু’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে তিনি দেখা করবেন।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্য নিশ্চিত করে যে, তারা রুশ হামলা প্রতিরোধে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।

রুশ হামলা শুরুর পর থেকেই ইউক্রেনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদারে পশ্চিমা নেতাদের সঙ্গে দেখা করছেন জেলেনস্কি। এরই ধারাবাহিকতায় ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে গেলেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম