Logo
Logo
×

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে তিন নারীসহ ১০ জনের প্রাণহানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৫:৩৯ পিএম

তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে তিন নারীসহ ১০ জনের প্রাণহানি

প্রতীকী ছবি

ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে তিন নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩০ জন অসুস্থ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার রাজ্যের ভিলুপুরম জেলার মারাক্কানামে ছয়জন এবং চেঙ্গলপাট্টু জেলার মাদুরান্তগামে শুক্রবার দুজন ও রোববার এক দম্পতির মৃত্যু হয়েছে।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (উত্তর) এন কান্নান বলেন, ধারণা করা হচ্ছে, মৃত ১০ জন ইথানল-মিথানল পদার্থের সঙ্গে মিশ্রিত বিষাক্ত মদপান করেছিলেন।  যে কারণে তারা মারা গেছেন। পৃথক দুই ঘটনার তদন্ত হচ্ছে। 

তিনি বলেন, বিষাক্ত মদপানে আহত ৩০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা চলছে। সবার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম