বিশৃঙ্খলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে খুঁজে বের করার নির্দেশ পাক প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৬:৩৩ পিএম
দেশের মধ্যে যারা সহিংসতা করছে তাদের তিনদিনের মধ্যে খুঁজে বের করে শাস্তি আওতায় আনার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। খবর ডনের।
এক টুইটবার্তায় শাহবাজ শরীফ বলেন, সহিংসতার সঙ্গে যারা জড়িত আইনশৃঙ্খলা বাহিনীকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের খুঁজে বের করার নির্দেশ দিচ্ছি। সেইসঙ্গে দ্রুত এসব তাদের শাস্তির আওতায় আনা হোক।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর দেশটিতে সহিংসতার মাত্রা চরমে পৌঁছেছে। রাজধানীসহ বিভিন্ন রাজ্যের প্রশাসনিক ভবনে হামলা করেছে ইমরান খানের সমর্থকরা।
ক্ষুব্ধ নেতাকর্মী-সমর্থকরা রাওয়ালপিন্ডির সেনা দপ্তরে ও লাহোর সেনানিবাসের অফিসার্স কোয়ার্টারেও হামলা চালিয়েছে।
এবার এই বিক্ষোভকারীদের বিরুদ্ধেই মাঠে নামছেন পাকিস্তান সরকার।