Logo
Logo
×

আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যেই ইমরানের দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিরিন গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৩, ১০:৫৪ এএম

উত্তেজনার মধ্যেই ইমরানের দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিরিন গ্রেফতার

ছবি: সংগৃহীত

ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. শিরিন মাজারিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার ভোরে ইসলামাবাদে সাবেক এই মন্ত্রীর বাসভবন থেকে তাকে আটক করা হয়। সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাড়িতে ঢুকেন। এমনটি নিশ্চিত করেছে পিটিআই।

ইমান হাজির-মাজারি, মাজারির মেয়ে এবং একজন আইনজীবী, টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে দেখা যায়— সাদা পোশাকে সদস্যরা সাবেক মন্ত্রীকে আটক করতে জোর করে তার বাড়িতে ঢুকছেন।

পরে টুইটারে আরেকটি ভিডিওতে দেখা যায় যে, নারী পুলিশ সদস্যরা মন্ত্রীকে তার বাসভবন থেকে নিয়ে যাচ্ছেন।

যখন তাকে পুলিশের গাড়িতে তুলতে নেওয়া হচ্ছিল, তখন মাজারি জয়সূচক চিহ্ন দেখিয়ে ‘গণতন্ত্রের বিজয়’ উল্লেখ করেন। পরে রাষ্ট্রীয় সন্ত্রাসকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানান তিনি।

ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণ আগে, মাজারির মেয়ে টুইট করেছিলেন যে আগ্নেয়াস্ত্র বহনকারী প্রায় ৫০ পুলিশ তার বাসভবনে ঢুকে।

‘আমাদের এসভিপি ডা. শিরিন মাজারিকে এ মুহূর্তে তুলে নেওয়া হচ্ছে। পুলিশও বন্দুক নিয়ে তার বাড়িতে ঢুকেছে। অত্যন্ত লজ্জাজনক!’ পিটিআই টুইটারে লিখেছে।

সূত্র: দ্য নিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম