ডিনার পার্টিতে কেন ছিলেন না বাবর, জানালেন আফ্রিদি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৩, ১২:১৬ পিএম
দীর্ঘ এক যুগ পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতার আনন্দে পাকিস্তানের ক্রিকেটারদের সম্মানে জমকালো এক ডিনার পার্টির আয়োজন করেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
ডিনারের পর তোলা গ্রুপ ছবিতে শহিদ আফ্রিদির জামাতা শাহিন শাহ আফ্রিদি, ইহসানুল্লাহ, মো. হারিস, নাসিম শাহ, ফখর জামান, ইফতিখার আহমেদসহ পাকিস্তানের টিমের কোচিং স্টাফদের দেখা গেলেও সেখানে বিজয়ী দলের অধিনায়ক বাবর আজমকে দেখা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে গ্রুপ ছবি পোস্ট করে শহিদ আফ্রিদি লিখেছেন, পাকিস্তানের বীরদের জন্য ডিনার পার্টির আয়োজন করতে পেরে আমি গর্বিত। তাদের সবার জন্য আল্লাহর দরবারে আমি প্রার্থনা করি, আগামী ম্যাচগুলোও যাতে এভাবে জয়ী হতে পারে।
কিন্তু এ ছবিতে বাবর আজকে দেখতে না পেয়ে ভক্তরা জানতে চেয়েছেন, ছবিতে নেই কেন ক্যাপ্টেন?
সোমবার ভক্তদের এ প্রশ্নের জবাব দেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি বলেছে, সিরিজ জিতার পর আমি শাহিন আফ্রিদিকে বলে ছিলাম- পাকিস্তার টিমের সম্মানে আমি একটি ডিনার পার্টি দিতে চাই, এতে দলের যারা আসতে আগ্রহী তারা আসতে পারেন।
এখানে ব্যক্তিগত কারণে কেউ উপস্থিত না-ও হতে পারেন, এটা একান্তই তাদের নিজেদের ইচ্ছার বিষয়।
উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি বলেছিলেন, শহিদ আফ্রিদির নেতৃত্বে অন্তর্বর্তী নির্বাচন কমিটি বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল।
আফ্রিদির দাওয়াতে পাকিস্তান অধিনায়কের অনুপস্থিতিকে সেই বক্তব্যের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে চাইছে সমালোচকরা।