Logo
Logo
×

আন্তর্জাতিক

ডিভোর্সের চার বছর পর তরুণীর অদ্ভুত কাণ্ড 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১১:০১ পিএম

ডিভোর্সের চার বছর পর তরুণীর অদ্ভুত কাণ্ড 

ডিভোর্সের চার বছর পর দক্ষিণ আফ্রিকার এক নারী তার বিয়ের ফটোগ্রাফারের কাছে টাকা ফেরত চেয়েছেন। ওই নারী দাবি করেন, তাদের ডিভোর্স হয়ে গেছে। সুতরাং এখন আর তার ও তার সাবেক স্বামীর ছবি মূল্যহীন। তাই তার টাকা ফেরত দিতে হবে। খবর এনডিটিভির। 

হোয়াটসঅ্যাপে ফটোগ্রাফারের সঙ্গে চ্যাটিংয়ে টাকা ফেরত চেয়েছেন তিনি। আর এই চ্যাটিং ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।  

রোমিও নামের ওই ফটোগ্রাফার তার টুইটার অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপের চ্যাটিংয়ের স্ক্রিনশট শেয়ার করেছেন। তিনি প্রথমে এটিকে প্রাঙ্ক মনে করছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন যে, ওই নারী সত্যিই টাকা দাবি করছেন। 

এ ঘটনায় ওই নারীর অর্থ ফেরত দিতে অস্বীকার করেছেন ফটোগ্রাফার। টুইটারে শেয়ার করা ওই স্ক্রিনশটগুলোতে দেখা যায়, ওই নারী লিখেছেন, আপনি ২০১৯ সালে ডারবানে আমাদের বিয়ের ছবি তুলেছিলেন, আপনার মনে আছে কিনা জানি না। আমরা এখন বিচ্ছিন্ন। আর এই ছবিগুলো আমাদের কোনো কাজেই লাগবে না। সুতরাং আমাদের টাকা ফেরত দিন। 

প্রথমে ফটোগ্রাফার এটিকে প্রাঙ্ক মনে করলেও পরে বুঝতে পারেন। এরপর মেয়েটি কমপক্ষে ৭০ শতাংশ অর্থ ফেরত দেওয়ার অনুরোধ জানান। কিন্তু ফটোগ্রাফার তা প্রত্যাখ্যান করেন। 

এরপর ওই নারী ফটোগ্রাফারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান কিন্তু তিনি সাক্ষাতে রাজি হননি। 

টুইটবার্তাটিতে নানান মন্তব্য করেছেন মানুষ। একজন লিখেছেন, এটা সম্পূর্ণ একটি হাস্যকর ঘটনা। 

অন্য একজন লিখেছেন, এটা কোনোভাবেই হতে পার না। তিনি অবশ্যই মজা করছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম