ভারতে মিগ-২১ বিধ্বস্ত হয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
ভারতীয় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দেশটির বিমান বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, মিগ-২১ বিমানটিতে থাকা পাইলট সামান্য আহত হলেও প্যারাশ্যুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বিমানটি একটি বাড়িতে বিধ্বস্ত হওয়ার পর দুই নারীসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদিও বিমান উড্ডয়নের পর পাইলট কন্ট্রোল রুমে যোগাযোগ করে জানিয়েছেন যে, সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।
পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের একটি গ্রামে দুর্ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তা সুধীর চৌধুরী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। একটি বাড়ির উপর মিগ-২১ বিধ্বস্ত হয়। তিনজন মারা গেছে। তিনজন আহত হয়েছে।’
ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সকালে নিয়মিত প্রশিক্ষণের সময় সুরাতগড়ের কাছে আইএএফের একটি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়েছে।
টুইট বার্তায় বলা হয়েছে, বিমানে থাকা পাইলট নিরাপদে বের হয়ে যান, তবে সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।