সদ্যজাত শিশু দিন বা রাতের বেশিরভাগ সময়ই ঘুমিয়ে থাকে। আর এ ঘুমের কারণে ছবি তুলতে দেরি হলো ১২ দিনের এক শিশুর। খবর এনডিটিভির।
এক ঘণ্টা হাতে তুলে ধরে রেখে ওই শিশুর পাসপোর্ট সাইজের ছবি তোলা হয়েছে। ওই শিশুর বাবা নিখিল শর্মা তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম আইডিতে একটি ভিডিও প্রকাশ করেছেন।
এতে দেখা যায়, শিশুটিকে অনেকক্ষণ ধরে রেখেছেন তিনি। আর শিশুটি বারবার ঘুমিয়ে যাচ্ছিল। এভাবে প্রায় এক ঘণ্টা কষ্ট করে ছবি তোলা সম্ভব হয়েছে।
সন্তানের শৈশবের স্মৃতি ধরে রাখতে চান মা-বাবা। এমনটাই উদ্দেশ্য ছিল নিখিল শর্মারও। কন্যাসন্তানের ছবি তুলে রেখে দিতে চান তিনি। তাই এ ছবি তুলেছেন।
এ বিষয়ে চিত্রগ্রাহক জানান, যেহেতু শিশুটির পেছনের বোর্ডটি সাদা ছিল এবং পরনের কাপড়ও সাদা ছিল তাই ছবি তুলতে সময় বেশি লেগেছে।
নিখিল শর্মা ইনস্টাগ্রামে এমন ঘটনার ভিডিও পোস্ট করার পর অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন- বাচ্চাদের ছবি তোলার সময় ফ্লাশ ব্যবহার করবেন না।
অন্য একজন লিখেছেন- আমরা আমাদের ৩০ দিনের শিশুর পাসপোর্ট সাইজের ছবি তুলেছি। সে যখন ডায়পারে মলত্যাগ করছিল।