Logo
Logo
×

আন্তর্জাতিক

বাবর আজমের সামনে এবার বিশ্বকাপ জয়ের হাতছানি 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৬:০৩ পিএম

বাবর আজমের সামনে এবার বিশ্বকাপ জয়ের হাতছানি 

সামনেই ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে ওয়ানডে ক্রিকেটে দারুণ ছন্দে আছে বাবর আজমের দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তান জিতেছে প্রথম চার ম্যাচেই। রোববার কিউইদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নেমেছে স্বাগতিকরা । খবর ডনের। 

অধিনায়ক বাবর নিজে তো ব্যাটসম্যানদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেনই, পাকিস্তানও উঠে গেছে প্রথমবারের মতো ওয়ানডেতে দলীয় র্যাঙ্কিংয়ের শীর্ষে।  

রোববার ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে শততম ওয়ানডে খেলতে যাওয়া ২৮ বছর বয়সি এই অধিনায়ক এখন তার পরবর্তী লক্ষ্য হিসেবে সবচেয়ে বড় ট্রফি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছেন। 

পিসিবি ডিজিটালকে দেওয়া এক বক্তব্যে বাবর আজম বলেন, বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হতে পারা আরও বেশি আনন্দদায়ক। 

প্রসঙ্গত, আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম