Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৯:১৪ পিএম

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি নিহত

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার এই অভিযান চালায় ইসরায়েলের সেনাবাহিনী। সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসরায়েলি সেনাবাহিনী নিহতের কথা জানিয়েছে। খবর রয়টার্সের। 

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত সপ্তাহে ইসরায়েলিদের ওপর গুলিবর্ষণে সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান চালায় তারা। অভিযান চলাকালে দুই সশস্ত্র ফিলিস্তিনি পালানোর চেষ্টা করলে সেনাদের গুলিতে নিহত হয়।

পশ্চিম তীরে শক্তিশালী উপস্থিতি থাকা গাজার শাসক গোষ্ঠী হামাস বলেছে, নিহত ফিলিস্তিনিরা তাদের একটি সশস্ত্র শাখার সদস্য ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই জনের বয়স ২২ বছর। তাদের বুক, গলা ও পাকস্থলিতে গুলি লেগেছে।

ইসরায়েল ও গাজার মধ্যে আন্তঃসীমান্ত হামলার পর এই নিহতের ঘটনা ঘটলো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম