Logo
Logo
×

আন্তর্জাতিক

বন্যায় উগান্ডা ও রুয়ান্ডায় ১৩৬ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ১০:৪৭ পিএম

বন্যায় উগান্ডা ও রুয়ান্ডায় ১৩৬ জনের মৃত্যু

ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রুয়ান্ডায় অন্তত ১২৯ জন ও উগান্ডায় ৬ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের। 

কয়েক সপ্তাহের বৃষ্টিপাতের পর রাষ্ট্রীয় মালিকানাধীন রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সির পোস্ট করা ভিডিও ক্লিপে দেখা গেছে, বন্যার পানিতে ঘরবাড়ি ভেসে যাচ্ছে এবং রাস্তা পানিতে ডুবে আছে।

পশ্চিম রুয়ান্ডার কারোঙ্গি জেলার ৪৭ বছর বয়সি অ্যাঞ্জেলিক নিবাগওয়্যার বলেন, রাত ২টার দিকে ঘুম থেকে উঠে মানুষের চিৎকার শুনতে পাই।

ওই এলাকার আরেক বাসিন্দা নিয়ান্দউই ইমানুয়েল জানান, তার ৩ আত্মীয়ের মৃত্যু হয়েছে।

রুয়ান্ডার উপসহকারী মুখপাত্র অ্যালেন মুকুরারিন্দা বলেন, বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯ জনে।


রুয়ান্ডার পশ্চিম প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হ্যাবিটেগেকো বলেন, এখন আমাদের মূল কাজ ক্ষতিগ্রস্তদের বাড়িতে যাওয়া এবং আটকাপড়া মানুষদের উদ্ধার করা।

এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট পল কাগামে বলেন, তার সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।

উগান্ডা রেড ক্রস জানিয়েছে, রুয়ান্ডা সীমান্তের কাছে প্রতিবেশী উগান্ডার পার্বত্য এলাকায় বুধবার রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিসোরো জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে।

রুয়ান্ডা ও উগান্ডায় মার্চের শেষদিক থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। উগান্ডার অন্যান্য উঁচু এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে। যেমন রুয়েনজোরি পর্বতমালার নিকটবর্তী কাসেসে বন্যায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং শত শত মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম