Logo
Logo
×

আন্তর্জাতিক

ড্রোন হামলায় জ্বলছে রাশিয়ার তেলের ডিপো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৪:৪০ পিএম

ড্রোন হামলায় জ্বলছে রাশিয়ার তেলের ডিপো

ড্রোন হামলায় জ্বলছে রাশিয়ার তেলের ডিপো। ছবি: সিএনএন

দক্ষিণ-পশ্চিম রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলে একটি তেলের ডিপোতে আগুন ধরেছে। ড্রোন হামলায় সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। 

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালে ওই তেলের ডিপোতে আগুন লাগে।

রাষ্ট্রনিয়ন্ত্রিত রুশ বার্তা সংস্থা তাস বলেছে, রাশিয়াকে ক্রিমিয়ার সঙ্গে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ একটি সেতুর কাছে ভলনা বন্দরের ওই ডিপোতে আগুন জ্বলছে। ড্রোন হামলার কারণে সেখানে আগুন ধরে যায়। তবে এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি সংবাদমাধ্যমটি। 

সিএনএন বলছে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এবং তারা যে অবস্থান শনাক্ত করতে পেরেছে তাতে দেখা যাচ্ছে, তেলের স্টোরেজটিতে থাকা ট্যাঙ্কগুলোতে আগুন জ্বলছে।

প্রসঙ্গত, কয়েক দিন আগে ক্রিমিয়ার সেবাস্তাপোলে এক হামলার ঘটনায় একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার জন্য ইউক্রেনকে দায়ী করেছিল রাশিয়া। এ ছাড়া গত বছরের অক্টোবরে রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী কার্চ সেতুতে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। তবে সর্বশেষ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ।

ক্রাসনোদরের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাচিভ টেলিগ্রাম পোস্টে বলেছেন, প্রায় ২০০ জন দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বাসিন্দারা নিরাপদে আছেন বলেও জানিয়েছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম