Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্ককে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করছি: এরদোগান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০১:৫২ পিএম

তুরস্ককে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করছি: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: হুরিয়াত ডেইলি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। ‘কাজ ও পরিষেবা’ (ওয়ার্ক অ্যান্ড সার্ভিস) নীতির আলোকে আমরা তুরস্ককে বর্তমান স্তরে নিয়ে এসেছি।

তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান মঙ্গলবার দেশটির আন্তালিয়া প্রদেশে এক সমাবেশে এসব কথা বলেন।

এরদোগান বলেন, ‘আমরা সবাই মিলে ‘তুরস্কের শতাব্দী’ তথা সেঞ্চুরি অব টার্কি বাস্তবায়ন করব। ঠিক যেমনটা আমরা একসঙ্গে আমাদের দেশকে শক্তিশালী ও সমৃদ্ধ করেছি। আমরা তুরস্ককে আরও উন্নীত করার জন্য কাজ করছি, যেভাবে আমরা ‘প্রকল্প এবং পরিষেবা’ নীতির মাধ্যমে দেশকে বর্তমান স্তরে নিয়ে এসেছি।’

তুরস্কের আসন্ন নির্বাচনের বিরোধী জোট নেশন অ্যালায়েন্সের সমালোচনা করে তুর্কি নেতা বলেন, তারা তাদের নিজেদের স্বার্থে দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। তারা দেশকে আদি ও সম্প্রদায় ট্যাগ লাগিয়ে বিভক্ত করতে চায়।

তুর্কি প্রেসিডেন্ট বিরোধীদের বিষয়ে আরও বলেন, তারা দেশকে সন্ত্রাসী সংগঠনের জন্য একটি অভয়রণ্যে পরিণত করতে চায়, যাদের নাটাই রয়েছে সাম্রাজ্যবাদীদের হাতে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম