ঋণ নিয়েছিল পরিবার, শোধ করতে না পারায় নাবালিকাকে বিয়ে!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৩, ০৬:২৬ পিএম
প্রতীকী ছবি
ঋণ নিয়েছিল পরিবার। টাকা শোধ করতে না পারায় নাবালিকাকে জোর করে বিয়ের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলার মৈরওয়া শহরে এ ঘটনা ঘটেছে।
রাজ্য পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহেন্দ্র পাণ্ডে (৪০) নাবালিকাকে নিজের কাছে এনে রেখেছিলেন তিনি। গোপনে সেখানেই বিয়ে করেন। তিন মাস সহবাসের পর যুবককে গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, কিশোরীর পরিবার মহেন্দ্রের কাছ থেকে দুই লাখ টাকা ধরা নিয়েছিল। নির্দিষ্ট সময়ে ঋণ শোধ করতে পারেননি তারা।
এরপর অভিযুক্ত ওই কিশোরীকে তার বাড়িতে থাকার জন্য পাঠিয়ে দিতে বলে পরিবারকে। তার পড়াশোনার খরচ বহন করার আশ্বাসও দেন তিনি।
এক পর্যায়ে কিশোরীকে নিজের বাড়িতে রেখে গোপনে বিয়ে করেন তিনি।
যুবকের দ্বিতীয় স্ত্রী হিসাবেই ওই বাড়িতে দিনের পর দিন থেকেছে ওই বালিকা। সে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বিয়ের কথা কিশোরীর পরিবারকে জানানো হয়নি।
পরে বিষয়টি জানাজানি হলে কিশোরীর মা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে বিয়ের কথা স্বীকার করেছে অভিযুক্ত। তার বিরুদ্ধে বাল্যবিবাহ আইনে মামলা করেছে পুলিশ। তাকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।