শিশুর প্রতি জার্মান পুলিশের নির্দয় আচরণের ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৩৯ এএম
জার্মানির পুলিশ একটি মুসলিম পরিবারের ছোট্ট শিশুকে জোর করে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।
এ সময় ছোট্ট ওই শিশুটি ভয়ে কুকড়ে গেছে, বারবার বাবা-মায়ের কাছে আসতে চাচ্ছে; কিন্তু জার্মানির শিশু সুরক্ষা পুলিশের নির্দয় সদস্যরা ভয়ার্ত ওই শিশুটিকে জোর করে তুলে নিয়ে গেছে। খবর আনাদোলুর।
পুলিশের এ অমানবিক আচরণের ভয়ানক ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। বিশ্ববাসী পুলিশের এ আচরণে স্তব্ধ হয়ে গেছে। কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন এ বর্বরতার।
পুলিশ জানায়, স্কুল কর্তৃপক্ষ পুলিশের কাছে এমন তথ্য দিয়েছে যে, শিশুটির বাবা-মা তাকে (শিশুটিকে) ইসলামে সমকামিতা পাপ এমন শিক্ষা দিচ্ছেন।
জার্মানির ব্রেমেরহেভেন শহরে গত সপ্তাহে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কর্মকর্তাদের কাছে অনেক অনুনয়-বিনয় করে শিশুটির বাবা-মা বলেন, আমাদের ছোট এ সন্তানটি অসুস্থ, তাকে আমাদের কাছে ছেড়ে দিন। তার পরও পুলিশ ছোট ওই শিশুটিকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে গেছে।
তবে পুলিশের দাবি, আদালতের নির্দেশে তারা শিশুটিকে তুলে নিয়ে গেছেন। তারা কেবল আদালতের নির্দেশ পালন করেছেন মাত্র।
কেউ হয়তো আদালতে মুসলিম শিশুটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মামলা করেছে। তার জেরে আদালত শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
তবে এ বিষয়ে জার্মানির শিশু সুরক্ষা সংস্থা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।