Logo
Logo
×

আন্তর্জাতিক

এক দিনে মারা গেলেন পুতিনের দুই মিত্র

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৬:০৪ পিএম

এক দিনে মারা গেলেন পুতিনের দুই মিত্র

একই দিনে মৃত্যুবরণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার দুই ডেপুটি।  

নিকোলাই বোর্টসভ (৭৭) ও জাশারবেক উজদেনভ (৫৭) নামের ওই দুই ব্যক্তি গত রোববার মারা গেছেন। দুজনই দেশটির ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া দলের রাজনীতিক ছিলেন। 

বোর্টসভ ২০০৩ সাল থেকে স্টেট দুমার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি গত রোববার রাশিয়ার লিপেটস্ক অঞ্চলে তার বাড়িতে মারা যান। একই দিনে মারা যাওয়া উজদেনভ গুরুতর ও দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছিলেন।

বোর্টসভ রাশিয়ার অন্যতম ধনী কর্মকর্তা ছিলেন। এক সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, তার সম্পদের পরিমাণ প্রায় ৫৫০ মিলিয়ন ডলার। তিনি ২০২১ সালে ফোর্বসের রাশিয়ার ১০০ ধনী ফেডারেল কর্মকর্তার তালিকায় ছিলেন।

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে বোর্টসভের ওপর যুক্তরাষ্ট্রসহ অন্য পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা দিয়েছিল।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম