Logo
Logo
×

আন্তর্জাতিক

টেলিফোনে ঘণ্টাব্যাপী কী কথা হলো শি-জেলেনস্কির?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০১:১৭ পিএম

টেলিফোনে ঘণ্টাব্যাপী কী কথা হলো শি-জেলেনস্কির?

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়ে এক বছর পেরিয়ে গেলেও এখনো যুদ্ধ চলমান। তবে এ যুদ্ধে পশ্চিমারা ইউক্রেনকে সমর্থন দিলেও নিশ্চুপ ছিল চীন। এমনকি প্রকাশ্যে রাশিয়াকে সমর্থনের কথাও জানায়নি তারা।
এ যুদ্ধ ১৪ মাসে গড়ানোর পর অবশেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ঘণ্টাখানেক সময় ধরে চলা এই ফোনালাপের বিশাল তাৎপর্য রয়েছে বলে অভিহিত করেছেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে ইউক্রেনীয় প্রেসিডেন্ট লিখেছেন— আমি বিশ্বাস করি, আমাদের দেশে বেইজিং একজন রাষ্ট্রদূত নিয়োগ করবে। এর মাধ্যমে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন হবে।
ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে চীন বলছে, আমরা সব সময় শান্তির পক্ষে রয়েছি।

প্রতিবেদনে বিবিসি বলছে, রাশিয়ার আগ্রাসন নিয়ে পশ্চিমাদের মতো ইউক্রেনকে সমর্থন করছে না চীন। তবে আগে থেকেই তারা নিরপেক্ষ থাকার কথা বলে আসছে। কিন্তু বেইজিং ও মস্কোর সম্পর্ক লুকিয়ে থাকেনি। গত মাসে মস্কো সফরে গিয়েছিলেন শি।
সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের অতি ঘনিষ্ঠ বন্ধু হিসেবে সম্বোধন করেছেন শি। এমনকি যুদ্ধ বন্ধে ১২ পয়েন্টের একটি পরিকল্পনা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট, যেখানে এক পয়েন্টে বলা হয়েছে— চীন ইতিহাসকে সমর্থন করবে। তবে মস্কোকে অস্ত্র দেওয়ার জন্য কোনো প্রতিশ্রুতি দেননি শি। চীনা প্রেসিডেন্টের মস্কো সফরের পরই শিকে ইউক্রেন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন জেলেনস্কি।

আজকের ফোনালাপে শির উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে চীনা কর্তৃপক্ষ বলছে, একটি সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে চীন কোনো সময় সংঘাত চায় না। এমনকি সংঘাতের আগুনে তেল ঢালবে না ও সংকটেও সুযোগ নেবে না।
শি ও জেলেনস্কির এই ফোনালাপকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, তাদের শান্তির পদক্ষেপ বা পরিকল্পনা বা প্রস্তাব তাৎপর্যপূর্ণ কিনা তা খুব তাড়াতাড়ি বলা যাচ্ছে না।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম