কাবুল বিমানবন্দরে হামলার মূল পরিকল্পনাকারী নিহত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৫:৩৩ পিএম
২০২১ সালে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বোমা হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যা করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএসকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক স্টেটের ওই নেতাকে কয়েক সপ্তাহ আগেই হত্যা করা হয়। কিন্তু সে তথ্য নিশ্চিত করতে সময় লেগেছে। হত্যার শিকার ওই আইএস নেতার নাম অবশ্য প্রকাশ করা হয়নি।
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণে নেওয়ার সময় যখন অসংখ্য মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, ২০২১ সালের অগাস্ট মাসে কাবুল বিমানবন্দরে ওই বোমা হামলায় ১৭০ জন বেসামরিক মানুষ আর ১৩জন মার্কিন সেনা নিহত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, গোয়েন্দা তথ্য ও নজরদারির মাধ্যমে তারা নিশ্চিত যে, আইএসের ওই নেতাকে হত্যা করা হয়েছে।
কিন্তু কীভাবে তারা জানতে পেরেছে বা কে সেই হামলাকারী- এসব বিষয়ে বিস্তারিত আর কোন তথ্য জানাতে কর্মকর্তারা রাজি হননি।
সিবিএসকে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, সরকারের বিশেষজ্ঞরা পুরোপুরি নিশ্চিত যে, এই ব্যক্তি...ওই হামলার জন্য সবচেয়ে বেশি দায়ী।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আইএসের ওই নেতার হত্যার বিষয়টি প্রথম মার্কিন কর্মকর্তারা জানতে পারেন এপ্রিল মাসের শুরুর দিকে।
তাকে তালেবান খুঁজছিল নাকি তালেবানের সঙ্গে কোন সংঘর্ষে ওই নেতা নিহত হয়েছেন, তা পরিষ্কার নয়।
বিমানবন্দরে বোমা হামলায় দায়ী আইএস নেতার হত্যার বিষয়ে সোমবার থেকে নিহত মার্কিন সেনাদের পরিবারকে অবহিত করতে শুরু করেছেন কর্মকর্তারা।