Logo
Logo
×

আন্তর্জাতিক

যে কারণে চীন সফরে পাক সেনাপ্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ০১:০৫ পিএম

যে কারণে চীন সফরে পাক সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ছবি: সংগৃহীত

চার দিনের সফরে চীন গেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সামরিক সম্পর্কোন্নয়নে চীনে সরকারি সফরে গেছেন সেনাপ্রধান। দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক উন্নয়নই তার এই সফরের লক্ষ্য। তাছাড়া বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাপ্রধানের চীন সফর অত্যন্ত তাৎপর্যপূণ বলে মনে করা হচ্ছে।

২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্ব নেন আসিম মুনির। এর পর প্রথমবারের মতো চীন সফরে গেলেন তিনি। তবে সেনাপ্রধান হিসেবে এর আগে তিনি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম