পশ্চিমতীরে ইসরাইলি হামলায় আহত ৪০ ফিলিস্তিনি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৩:১৪ পিএম
![পশ্চিমতীরে ইসরাইলি হামলায় আহত ৪০ ফিলিস্তিনি](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/04/15/image-665734-1681550047.jpg)
অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনার বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কাফার কুদ্দম গ্রামে এক শিশুসহ ৩ ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন।
পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর বিশ্ব মুসলিমের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার জের ধরে জেরুজালেম আল-কুদস শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে।
শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ দেখাতে না পারে সেজন্য ইসরাইলি সেনারা আল-আকসা মসজিদের দু’টি প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক কুদস দিবস।