Logo
Logo
×

আন্তর্জাতিক

খোলামেলা নারীরা দেখতে রাক্ষসীর মতো: বিজেপি নেতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১০:২৬ পিএম

খোলামেলা নারীরা দেখতে রাক্ষসীর মতো: বিজেপি নেতা

খোলামেলা নারীরা দেখতে রাক্ষসী শূর্পণখার মতো বলে মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক কৈলাস বিজয় বর্গীয়। 

গত বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশের শহর ইন্দোরে হনুমান ও মহাবীরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
 
ধর্মীয় ওই অনুষ্ঠানে কৈলাস বলেন, ‘আমি রাতে বাইরে বের হলে যখন তরুণ-তরুণীদের মাতাল দেখি, তখন ইচ্ছে করে ৫-৭টা চর-থাপ্পড় দিয়ে তাদের ঠান্ডা করে দেই। যেসব নারী খোলামেলা পোশাক পরে তাদের মধ্য দেবীত্ব আর থাকে না। তাদের দেখতে রাক্ষসী শূর্পণখা  মতো লাগে। 

ভগবান আপনাকে সুন্দর একটি শরীর দিয়েছেন, সুন্দর ও শালীন পোশাক পরুন। আপনারা সন্তানদের এ বিষয়ে শিক্ষা দিন।’ 
বিজেপির এ নেতার মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তৈরি হয়েছে সমালোচনা। দেশের অনেকে তার বিরুদ্ধে নারীবিদ্বেষী ও নৈতিকতার পুলিশগিরি করার অভিযোগ তুলেছেন। 

কংগ্রেসের মুখপাত্র শামা মোহামেদ টুইটারে কৈলাসকে ট্যাগ দিয়ে লিখেন, কৈলাসের এ ধরনের মন্তব্য ভারতের সব নারীর জন্য নিন্দনীয় এবং অবমাননাকর। 

কংগ্রেসের আরেক মুখপাত্র সংগীতা শর্মা বলেন, বিজেপি নেতা কৈলাসের নারীকে শূর্পণখা বলা ও তাদের পোশাক নিয়ে মন্তব্য করা স্বাধীন ভারতের নীতিবিরুদ্ধ। বিজেপির ক্ষমা চাইতে হবে এর জন্য। বিজেপি নেতারা সর্বদাই নারীদের অপমান করে। আর এতেই তাদের চিন্তাধারা ও মনোভাব প্রকাশ পায়। 

মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের একটি চরিত্র শূর্পণখা। তিনি ছিলের রামায়ণের মূল খলচরিত্র লঙ্কার রাজা রাবণের ভগিনী। এই গ্রন্থে তাকে কুৎসিত ও কামুকরূপে চিত্রায়িত করা হয়েছে। তিনি রাম ও তার ভাই লক্ষণের যৌনাবেদন সৃষ্টির চেষ্টা করতেন। রাম-লক্ষণ শূর্পণখাকে প্রত্যাখ্যান করলে তিনি তাদের ওপর হামলা করেন। একপর্যায়ে লক্ষণ শূর্পণখার নাক ও কান কেটে দেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম