লেবানন থেকে আসা ড্রোন ভূপাতিত করল ইসরাইল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১২:৪৯ পিএম
![লেবানন থেকে আসা ড্রোন ভূপাতিত করল ইসরাইল](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/04/08/image-663468-1680936552.jpg)
লেবানন থেকে আসা একটি ড্রোন শুক্রবার ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরাইল।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে. লেবানন থেকে শুক্রবার ভোরে উড়ে আসা একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। খবর আনাদোলুর।
এতে আরও বলা হয়, অধিকৃত ফিলিস্তিনের গাজা এবং লেবাননে ইসরাইলি বাহিনীর হামলার পরই ওই ড্রোনটি ইসরাইলে প্রবেশ করে।
ইসরাইলের ধারণা, লেবাননে হামলার প্রতিশোধ নিতে হিসবুল্লাহ এ ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে।