Logo
Logo
×

আন্তর্জাতিক

নামাজের সময় কাঁধে বিড়াল, যা করলেন ইমাম (ভিডিও)

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০৭:৩২ পিএম

নামাজের সময় কাঁধে বিড়াল, যা করলেন ইমাম (ভিডিও)

আলজেরিয়ায় তারাবির নামাজ আদায়কালে ইমামের কাঁধে বিড়াল। ছবি: গাল্ফ টুডে

ভরা মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন ইমাম। চলছিল পবিত্র কুরআনের তিলাওয়াত। এ সময় একটি বিড়াল আশপাশ দেখে ইমামের বুকের কাছে লাফ দিয়ে উঠে। ইমামও বিরক্ত না হয়ে বিড়ালটিকে আদর করার পাশাপাশি কাঁধে উঠতে সহযোগিতা করেন। কিছুক্ষণ কাঁধে অবস্থানের পর বিড়ালটি আবার লাফ দিয়ে চলে যায়। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ টুডে জানিয়েছে, সম্প্রতি ঘটনাটি ঘটেছে আলজেরিয়ায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার আলজেরিয়ার একটি মসজিদে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, বিড়ালটি কাঁধে উঠায় মোটেও বিরক্তবোধ করেননি সেই ইমাম। বরং তিনি বিড়ালের সঙ্গে খুবই বিনয়ী আচরণ করছিলেন এবং কুরআন তিলওয়াত করে যাচ্ছিলেন। এমনকি ইমামের মুখের সঙ্গে মুখ লাগায় বিড়ালটি। এর পর রুকুতে যাওয়ার ঠিক আগে মুহূর্তে বিড়ালটি কাঁধ থেকে নেমে চলে যায়। 

খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ইমামের নাম শায়খ ওয়ালিদ মাহসাস। আলজেরিয়ার বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদে ইমাম তিনি। 

শায়খ ওয়ালিদ মাহসাস সামজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম