পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের উদ্দেশে বলেছেন, ৬ তারিখটা মনে রাখবেন। এদিন অশান্তির আশঙ্কায় প্রশাসনকে সতর্ক থাকতেও বলেছেন মমতা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬ এপ্রিল হনুমান জয়ন্তী। এ দিনটিকে ঘিরে ফের সহিংস ঘটনা ঘটতে পারে। সেজন্য আগেভাগেই ওই দিন সম্পর্কে প্রকাশনকে সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
খবরে বলা হয়েছে, সোমবার রাজ্যের খেজুরির জনসভা থেকে এমনই অশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিবেদনে বলা হয়েছে- এদিন জনসভায় মমতা নাম না করে গেরুয়া শিবিরের (বিজেপি) দিকে আঙুল তুলে বলেন, ‘আর একটা দিন আমি প্রশাসনকে সতর্ক করব, ৬ তারিখটা মনে রাখবেন। আমাদের ছেলে-মেয়েরাও। আমরা বজরংবলীকে সম্মান করি। কিন্তু ওরা যেন দাঙ্গার নামে আবার কোনো প্ল্যান করতে না পারে। এটা মাথায় রেখে দেবেন। সারা ভারতবর্ষে ওরা এটা করছে।’
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘৬ তারিখটা আমি হিন্দু ভাই-বোনদের দায়িত্ব দিয়ে রাখব। রমজান চলছে। মুসলিম ভাই-বোনদের যাতে কোনো অসুবিধা না হয়। গ্রামে গ্রামে, জেলায় জেলায় ওদের সুরক্ষা দেবেন।’
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও রেড রোডের ধরনা মঞ্চ থেকে রামনবমীর দিন বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা। মঞ্চ থেকে তিনি বলেছিলেন, রামনবমীর দিন কেউ মিছিল করতেই পারেন; কিন্তু মুসলিম এলাকায় মিছিল নিয়ে গিয়ে অশান্তি করার চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু তার এই সতর্কতার পরও হাওড়া, ডালখোলা, রিষড়া এলাকায় সহিসংতার ঘটনা ঘটে। তাই এবার আরও আগে থেকেই সতর্ক থাকার জন্য প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।