Logo
Logo
×

আন্তর্জাতিক

ওমান সাগরে মার্কিন গোয়েন্দা বিমানকে ইরানের ধাওয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০২:৫৬ পিএম

ওমান সাগরে মার্কিন গোয়েন্দা বিমানকে ইরানের ধাওয়া

ওমান সাগরের কাছে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা বিমানকে সতর্ক করে ফিরে যেতে বাধ্য করেছে ইরানের নৌবাহিনী।

ইরানের নৌবাহিনী রোববার জানায়, সম্প্রতি মার্কিন নৌবাহিনীর ইপি-৩ই মডেলের একটি গোয়েন্দা বিমান ওমান সাগরের ওপর দিয়ে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করে।

এ সময় ইরানের নৌবাহিনী বিমানটির কাছে সতর্কতামূলক বার্তা পাঠায় এবং বিমানটিকে ইরানের আকাশসীমা থেকে চলে যেতে বলে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের।

এ সময় ইরানের হুশিয়ারি পাওয়ার পর মার্কিন বিমানটি ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমান রুটগুলোর দিকে ফিরে যায়।

মার্কিন সামরিক বিমানটিতে সব ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, সিগন্যাল সংগ্রহ ও আঁড়ি পাতার ব্যবস্থা রয়েছে। শুধু মার্কিন ও জাপানি নৌবাহিনী এ বিমানটি ব্যবহার করে।

ইরানের বিমানবাহিনী জানিয়েছে, ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। এ বাহিনী আমেরিকা ও ইসরাইলের যে কোনো অশুভ তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলেও ঘোষণা দিয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম