ইউক্রেনে রাশিয়ার মুহুর্মুহু রকেট হামলায় বেশ কয়েকটি ভবন ধস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ০৮:৫৩ পিএম
ইউক্রেনের ঝাপোরিজঝিয়ায় বেশ কয়েকটি রকেট হামলা করেছে রাশিয়া। এতে অঞ্চলটির অনেকগুলো ভবন ধসে গেছে। শুক্রবার এ হামলা চালায় পুতিনের বাহিনী। খবর সিএনএনের।
ঝাপোরিজঝিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ইউক্রেনের এই দক্ষিণ-পূর্বাঞ্চলকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায় রাশিয়া। এতে অনেক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।
ইউক্রেনের জরুরি বিভাগের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার এ হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার এ রকেট হামলায় দেশটির একটি ভবনেও আগুন ধরে গেছে।
এদিকে এক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে অন্তত ৪১১ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে ইউক্রেনের। এর আগের এক সমীক্ষায় আনুমানিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছিল ৩৪৯ বিলিয়ন মার্কিন ডলার।
এক বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত শুধু ভবন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে ১৩৫ বিলিয়ন মার্কিন ডলারের।
প্রতিবেদনে বলা হয়েছে- যুদ্ধে ২০ লাখ বাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে ২০ শতাংশ ভবন স্বাস্থ্য খাতের অবকাঠামো।
এছাড়া ৪৬১ শিশুসহ ইউক্রেনের ৯ হাজার ৬৫৫ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।