Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের প্রতিবাদে ইসরাইলে বিক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১০:০৫ এএম

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের প্রতিবাদে ইসরাইলে বিক্ষোভ

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এ ঘটনার প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে বড় বিক্ষোভ মিছিল হয়েছে ইহুদিবাদী দেশটিতে। খবর আলজাজিরার।

রোববার রাতে রাজধানী তেলআবিবে বিক্ষোভকারীরা ইসরাইলের পতাকা হাতে রাস্তায় নেমে আসে। এ সময় তারা হাইওয়েসহ তেলআবিবের সব রাস্তা বন্ধ করে দেন।

আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সরকারের ‘বিচারব্যবস্থা সংস্কার’ উদ্যোগের বিরুদ্ধে কথা বলায় রোববার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

বিচারব্যবস্থা সংস্কারের আইনটি চলতি সপ্তাহে পার্লামেন্টে পাস করতে চাচ্ছে নেতানিয়াহু সরকার। এই আইনের মূল দিকটি হলো, সব ধরনের বিচারিক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা পাবে উগ্র-ডানপন্থী ক্ষমতাসীন জোট।

সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে অস্থিরতার কথা উল্লেখ করে গ্যালান্ট বিতর্কিত আইনটি পাসের প্রক্রিয়া আগামী মাসে স্বাধীনতা দিবসের ছুটির পর পর্যন্ত স্থগিত রাখার আহ্বান জানান। এরপরই এক দিনেরও কম সময়ের মধ্যে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এলো।

এদিকে বিচারব্যবস্থা সংস্কার উদ্যোগের প্রতিবাদে দেশটিতে গণবিক্ষোভ শুরু হয়েছে। এ পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছেন সামরিক বাহিনী ও ব্যবসায়ীরা নেতারাও। এছাড়া উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইলের মিত্র দেশগুলো।

নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টির জ্যেষ্ঠ সদস্য গ্যালান্ট। দলের নেতৃস্থানীয়দের মধ্যে তিনিই প্রথম গত ২৫ মার্চ বিচারব্যবস্থা ঢেলে সাজাতে নেওয়া আইনি উদ্যোগ স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম