Logo
Logo
×

আন্তর্জাতিক

আলেপ্পো বিমানবন্দরে ফের ইসরাইলের হামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৪:১৭ পিএম

আলেপ্পো বিমানবন্দরে ফের ইসরাইলের হামলা

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার প্রথম প্রহরে বিমানবন্দরটির রানওয়েতে ইসরাইলের যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভূমধ্যসাগরের ওপর দিয়ে যুদ্ধবিমানের মাধ্যমে আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইল। বিস্ফোরণের শব্দ অন্যান্য অঞ্চল থেকেও শোনা গেছে। 

এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মত  আলেপ্পো বিমানবন্দরে হামলা করেছে ইসরাইল।

এ বছর মার্চের শুরুতেই ইসরাইলি বিমান হামলায় রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরটির কার্যক্রম কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। এর কিছুদিন পরে আবারও ইসরাইলের হামলায় উত্তর-পশ্চিম সিরিয়ার অঞ্চলটি ক্ষয়ক্ষতির শিকার হয়

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম