
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম
ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেলেন বয়স্ক ফিলিস্তিনি বন্দি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০২:৪৭ পিএম

আরও পড়ুন
ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনের সবচেয়ে বয়স্ক বন্দি ৮৩ বছর বয়সি ফুয়াদ আল-শুবাকি।
১৭ বছর কারাভোগের পর ইসরাইলের কারাগার থেকে সোমবার তিনি মুক্তি পেয়েছেন। খবর আনাদোলুর।
বিনাবিচারে তাকে এক যুগ কারাগারে বন্দি রাখে ইসরাইল। তার বিরুদ্ধে অস্ত্র চোরা চালানের অভিযোগ আনে তেলআবিব।
তারকুমিয়া চেকপোস্ট দিয়ে সোমবার একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ফিলিস্তিনে ফেরত পাঠানো হয়। পশ্চিমতীরের প্রাচীন শহর হেবরনে তার পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান।