খারকিভ ও ওডেসায় তীব্র ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১২:৪৪ পিএম
ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে আক্রান্ত হয়েছে খারকিভ এবং ওডেসার আবাসিক ভবন ও অবকাঠামোগুলো।
বৃহস্পতিবার সকালে ইউক্রেনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার কারণে বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ক্ষেপণাস্ত্র হামলায় বন্দরনগরী ওডেসার একটি বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হয়েছে। গভর্নর ম্যাকসিম মার্চেনকো জানান, হামলায় নগরীটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, জানান ওই গভর্নর।
খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ জানান, প্রায় ১৫ বার হামলা রয়েছে। যার মধ্যে ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ ও একটি আবাসিক ভবন রয়েছে।
পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো ও অন্যান্য অঞ্চল থেকেও হামলার খবর পাওয়া গেছে।