Logo
Logo
×

আন্তর্জাতিক

নারী দিবসে যুদ্ধরত নারীদের নিয়ে যা বললেন পুতিন-জেলেনস্কি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১০:১১ এএম

নারী দিবসে যুদ্ধরত নারীদের নিয়ে যা বললেন পুতিন-জেলেনস্কি

ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উভয়ই সরাসরি যুদ্ধে নিয়োজিত নারীদের সম্বোধন করেছেন।

পুতিন বলেন, তিনি রাশিয়ার সেসব নারীকে সম্মান জানাতে চান, যারা ‘মাতৃভূমি রক্ষার মতো সর্বোচ্চ লক্ষ্য বেছে নিয়েছে।’

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য লড়াই করা এবং দেশের জন্য জীবন দেওয়া নারীদের প্রতি আজ কৃতজ্ঞতা প্রকাশ করা গুরুত্বপূর্ণ। জেলেনস্কি তার জীবনের নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে তার স্ত্রী, মা এবং যারা তার সঙ্গে কাজ করছেন। কর্মক্ষেত্রে তিনি লিঙ্গসমতার গুরুত্বের ওপরও জোর দেন। 

জেলেনস্কি বলেন, সহকর্মী হিসেবে নারী-পুরুষের মর্যাদা সমান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সূত্র: সিএনএন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম