দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কাতারে সংলাপ
বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জহির উদ্দিন স্বপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১২:৫৮ এএম
বিশ্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি করতে কাতারে শুরু হয়েছে দুই দিনব্যাপী আর্ন্তজাতিক সংলাপ।
বুধবার দেশটির রাজধানী দোহা'র একটি অভিজাত হোটেলে এই সংলাপ শুরু হয়। সংলাপে বিশ্বের ২৬টি দেশের সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা অংশ নেন।
গ্লোবাল অর্গানাইজেশন অব পার্লামেন্টারি এগিনেস্ট করাপশন-জিওপিএসি’র আয়োজনে এই সংলাপের উদ্বোধন করেন কাতারের সুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-ঘানিম।
জিওপিএসির সদস্য হিসেবে বাংলাদেশের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন এই বৈঠকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন।
জাতিসংঘের মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ দপ্তর, ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চের কর্মকর্তাসহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা সংলাপে উপস্থিত ছিলেন।
দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের সংলাপে পাঁচটি প্রধান ক্ষেত্র প্রতিরোধ, অপরাধীকরণ এবং আইন প্রয়োগকারী ব্যবস্থা, আন্তর্জাতিক সহযোগিতা, সম্পদ পুনরুদ্ধার এবং প্রযুক্তিগত সহায়তা এবং তথ্য বিনিময় বিষয়গুলো আলোচনায় স্থান পায়।
সদস্য দেশগুলোর মধ্যে কাতার, কুয়েত, লিবিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালাউই, কেনিয়া, মালদ্বীপ, জর্ডান, মেক্সিকো, ইন্দোনেশিয়া, ঘানা, মোজাম্বিক, নেপাল, আইভরি কোস্ট, কঙ্গো, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তিমুর-লেস্তে চাদ, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আর্জেন্টিনা, গাম্বিয়া, ও আলজেরিয়ার বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা অংশ নেন।