ইমরান খানকে গ্রেফতার না করে ফিরবে না পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৮:০০ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেফতার না করে তার লাহোরের বাড়ি ত্যাগ করবে না পুলিশ। এমন কথা জানিয়েছেন ইসলামাবাদের পুলিশপ্রধান। খবর ডনের।
এদিকে বেলা সাড়ে ১২টা থেকে তার বাড়ির সামনে অবস্থান করছে পুলিশ। আর সকাল থেকে গ্রেফতার রুখতে ইমরানের বাড়ির সামনে অবস্থান করছেন তার সমর্থকরা। তাদের একটাই দাবি, ইমরানকে গ্রেফতার করা হলে আন্দোলনে উত্তাল হয়ে উঠবে গোটা পাকিস্তানে।
বাড়ির ভেতর নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের অজুহাতে গ্রেফতার এড়ানোর চেষ্টা করছেন ইমরান খান।
ইমরান খানের বিরুদ্ধে গত সপ্তাহে একটি মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ওই মামলায় বলা হয়, তিনি প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশের নেতাদের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন সেগুলোর কথা তিনি সঠিকভাবে জানাননি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ আদালতের। এখানে সরকারের কোনো হাত নেই।
সর্বশেষ বাড়ির ভেতর বসে কয়েকটি টুইটবার্তায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সাবেক সেনাপ্রধান বাজওয়ার কড়া সমালোচনা করেছেন ৭০ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।