Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ১১:৫৫ এএম

যুক্তরাষ্ট্রে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ‘মস্তিষ্কখেকো’ বিরল অ্যামিবায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। 

তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

জানা গেছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে।

সাউথওয়েস্ট ফ্লোরিডার শার্লট কাউন্টির স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই ব্যক্তি সম্ভবত কলের পানি দিয়ে নাকের সাইনাস ধুয়ে ফেলার পর সংক্রমিত হয়েছিলেন। মস্তিষ্কখেকো অ্যামিবা নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে সংক্রমিত হয়।
যুক্তরাষ্ট্রে রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) বলছে, সংক্রমণ প্রায় সব সময়ই মারাত্মক হয়ে থাকে।

গত ২৩ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানায়, একজন রোগী বিরল অ্যামিবার সংক্রমণ নিয়ে এসেছেন। সম্ভবত কলের পানি দিয়ে সাইনাস ধুয়ে ফেলার অভ্যাস আছে তার। এ থেকেই তিনি সংক্রমিত হয়েছিলেন।

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জে উইলিয়ামস নিশ্চিত করে জানিয়েছেন, ওই রোগী মারা গেছেন। তিনি বলেন, এই সংক্রমণ কীভাবে ঘটেছে, তা তদন্তে সরকারি একাধিক সংস্থার কর্মকর্তা কাজ করে যাচ্ছেন।

এ ধরনের অ্যামিবা সাধারণত সুইমিংপুল, হ্রদ ও পুকুরের পানিতে বাস করে। এটি মানুষের নাক দিয়ে ঢুকে গুরুতর সংক্রমণ ঘটাতে পারে। তবে এটি সাধারণত মুখ দিয়ে ঢুকলে নিরাপদ। 

সূত্র: বিবিসি, সিএনএন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম