ভারতের দিল্লিতে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এতে ওই ভবনটি ভেঙে পড়েছে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বুধবার দিল্লির রোশনারা রোডে একটি চারতলা বাড়িতে আগুন লাগে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
খবরে বলা হয়, বেলা ১১টা ৫০ মিনিটে ওই বহুতল ভবনে আগুন লাগে। বাড়িটি থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।
পুলিশ সূত্রের বরাতে এনডিটিভি জানায়, বহুতল ভবনটিতে একটি লজিস্টিক সংস্থার অফিস ছিল। অগ্নিকাণ্ডের সময় সেখানে
কেউ ছিলেন না।
ভিডিওতে দেখা গেছে, আগুন ধীরে ধীরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এ সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল ভনটি। পাঁচ সেকেন্ডের মধ্যে ভবনটি মাটিতে মিশে যায়।
দিল্লি পুলিশ জানিয়েছে, আগুন লাগার পরই আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়। ফলে কেউ হতাহত হয়নি। তবে কীভাবে আগুন লেগেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
This is scary !
— Zafar Abbas (@zafarabbaszaidi) March 1, 2023
A building came crashing down after it caught fire at Roshan Ara road in North Delhi.
This is what makes the job of Fire fighters so risky. pic.twitter.com/xTzbNLf5a1