Logo
Logo
×

আন্তর্জাতিক

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে লুকা মদ্রিচের জার্সি দান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ০২:০৯ পিএম

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে লুকা মদ্রিচের জার্সি দান

ক্রোয়েশিয়ার ফুটবল তারকা লুকা মদ্রিচ ২০২০ সালে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোর বিপক্ষে যে জার্সি পরে খেলেছিলেন, তা তিনি তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে দান করেছেন।

ক্রোয়েশিয়ায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ইয়াভুজ সেলিম কিরান মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর।

এক ভিডিওবার্তায় ক্রোয়েশিয়ার ফুটবল দলের ক্যাপ্টেন লুকা মদ্রিচ বলেছেন, হ্যালো, আমার তুর্কি বন্ধুরা, এই কঠিন সময়ে আমি আপনাদের জন্য অনেক প্রার্থনা করছি। আপনাদের সঙ্গে আমরা আছি, মনে সাহস রাখুন, সবাই ভালো থাকবেন।

লুকা মদ্রিচের এ মহানুভবতার জন্য তুর্কি রাষ্ট্রদূত তাকে ধন্যবাদ জানান। এর আগে ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় জোসকো জিভারডিয়ল এবং গোলকিপার ডোমিনিক লিভাকোভিকও তাদের জার্সি তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে দান করুন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম