Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন গোয়েন্দাপ্রধানের ব্যাপারে বিস্ফোরক মন্তব্য রুশ গোয়েন্দাপ্রধানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৩ এএম

মার্কিন গোয়েন্দাপ্রধানের ব্যাপারে বিস্ফোরক মন্তব্য রুশ গোয়েন্দাপ্রধানের

মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নসের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিন।

এসভিআরের প্রধান বলেছেন, গত নভেম্বরে তুরস্কে সিআইএপ্রধানের সঙ্গে যে বৈঠক হয়েছে, তা ছিল অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দপূর্ণ।

এর আগে রোববার মার্কিন চ্যানেল সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে সিআইএপ্রধান উইলিয়াম বার্নস অভিযোগ করেন, তুরস্কে অনুষ্ঠিত ওই বৈঠকে রুশ গোয়েন্দাপ্রধান অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেখানে দাম্ভিকতার সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে রাশিয়ার সাংবাদিকরা নারিশকিনকে প্রশ্ন করলে তিনি বলেন, মার্কিন গোয়েন্দাপ্রধানের সঙ্গে তার বৈঠক ছিল অত্যন্ত সৌহার্দপূর্ণ। তিনি উইলিয়াম বার্নসের মন্তব্যকে হতাশাজনক বলে উল্লেখ করেন।  

নারিশকিন বলেন, আমি এখনো ওই বৈঠক এবং তার ফলকে ইতিবাচকভাবে দেখি। বৈঠক খুবই হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সিআইএপ্রধানের প্রতি আন্তরিক সম্মান জানিয়ে রুশ গোয়েন্দাপ্রধান বলেন, বার্নস অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন কূটনৈতিক তবে সম্ভবত তিনি সিআইএ প্রধান হিসেবে এখনো অনেক বেশি দক্ষ হয়ে উঠেননি।

নারিশকিন বলেন, তুরস্কে উইলিয়াম বার্নসের সঙ্গে তার আড়াই ঘণ্টা বৈঠক হয়েছে। যদি আন্তরিকতাপূর্ণ পরিবেশে ওই বৈঠক অনুষ্ঠিত না হতো তাহলে এত দীর্ঘ সময় তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা নয়। 

সূত্র: তাস

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম