চীনের শান্তি প্রস্তাব পর্যালোচনা করা উচিত: ক্রেমলিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩০ পিএম
ইউক্রেন যুদ্ধ নিরসনে চীনের দেওয়া শান্তি প্রস্তাব বিশ্লেষণ করে দেখা উচিত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করেছেন। খবর আলজাজিরার।
তিনি জানিয়েছেন, যেহেতু দুই পক্ষই নিরস্ত্রীকরণ চায়, তাই চীনের আনীত প্রস্তাবটি ভালো করে খতিয়ে দেখা উচিত। দুইপক্ষের স্বার্থ ঠিক থাকলে শান্তি আলোচনা করা যেতে পারে।
এ সময় রাশিয়ার সাহায্যে চীনের ড্রোন সরবরাহের পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেন পেসকভ।
প্রসঙ্গত, সম্প্রতি চীন শান্তি প্রস্তাবটি ঘোষণার পরই তা কোনোরূপ বিচার-বিশ্লেষণ না করে প্রত্যাখ্যান করে দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। আর এর কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, চীনের আনীত শান্তি অবশ্যই মিত্র রাশিয়ার স্বার্থ রক্ষা করবে। সুতরাং তা গ্রহণ করা যাবে না।