Logo
Logo
×

আন্তর্জাতিক

ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ব্যবহার করছে ইরাক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৩ পিএম

ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ব্যবহার করছে ইরাক

চীনা মুদ্রা ইউয়ান। ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহার করার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক। দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ ঘোষণা দিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের সমস্ত লেনদেনের ক্ষেত্রে ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করবে বাগদাদ। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের এ পদক্ষেপ বৈদেশিক মুদ্রা জগতে দেশটির প্রবেশাধিকারকে সহজ করবে। পাশাপাশি এর মাধ্যমে চীনা মুদ্রার ক্রমবর্ধমান আধিপত্য বিস্তারের বিষয়টিও প্রমাণ হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থাটি জানিয়েছে, ইউয়ান ব্যবহারের কারণ হিসেবে ইরাক সরকারের পক্ষ থেকে স্থানীয় মার্কেটে ডলারের সংকটের কথা বলা হয়েছে। বাগদাদ জানিয়েছে, ডলার সংকটের পর পরিস্থিতি মূল্যায়ন করে ইউয়ান ব্যবহারের সিদ্ধান্ত নেয় ইরাকের মন্ত্রিসভা।

প্রসঙ্গত, এর আগে চীন থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ইরাক মার্কিন ডলার ব্যবহার করত। তবে এই প্রথম চীনা পণ্য আমদানির ক্ষেত্রে ইউয়ান ব্যবহার করার সিদ্ধান্ত নিল দেশটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম