Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে আরব লিগের নিন্দা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৪ এএম

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে আরব লিগের নিন্দা

ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর বর্বরতা হামলায় ১১ ফিলিস্তিনির প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আরব লিগ।

মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে অবস্থিত আরব লিগের সদর দপ্তরে বৃহস্পতিবার সংস্থাটির জরুরি এক সভায় এ নিন্দা জ্ঞাপন করা হয়। খবর ওয়াফা নিউজের।  

বুধবার অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এ জরুরি বৈঠকের ডাক দেয় আরব লিগ।

বৈঠকে সংস্থাটির নেতারা বলেন, ইসরাইলি বাহিনী বুধবার নাবলুসে মানবতাবিরোধী অপরাধ করেছে শিশু ও বৃদ্ধের ওপর গুলি চালিয়ে।

তাদের এ বর্বর হামলায় ১১ জন নিহত এবং শতাধিক নিরপরাধ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

জাতিসংঘের ১৯৯৪ সালের রেজ্যুলেশন এবং আন্তর্জাতিক আইন অনুয়ায়ী ইসরাইল ভয়াবহ অপরাধ করেছে নাবলুসে।    

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম