Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়াকে অস্ত্র দেবে চীন!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫১ পিএম

রাশিয়াকে অস্ত্র দেবে চীন!

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ছবি: সংগৃহীত

চীনের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির নীতিনির্ধারকদের অন্যতম ওয়াং ই মঙ্গলবার রাশিয়া সফরে গেছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বর্ষপূর্তির ঠিক আগে শীর্ষ চীনা কূটনীতিকের এ সফরের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো মনে করছে, মস্কোকে অস্ত্র সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে বেইজিং।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন সরাসরিই এমন অভিযোগ করেছেন। এবার তার সঙ্গে কণ্ঠ মেলালেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

ন্যাটোপ্রধান বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন (অস্ত্র সহায়তা) করার পরিকল্পনা করতে পারে চীন। এ ব্যাপারে তারা কিছু লক্ষণ পর্যবেক্ষণ করেছেন। চীন এ ধরনের কাজ করলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বেইজিংকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য জোরালো আহ্বানও জানিয়েছেন স্টলটেনবার্গ।

বার্তা সংস্থা এপিকে দেওয়া ওই সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব বলেন, জোটটি (ন্যাটো) যদিও যুদ্ধের পক্ষ (পার্টি) নয়, তবে যতদিন প্রয়োজন তারা ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবেন।

চলমান যুদ্ধে চীন রাশিয়াকে অস্ত্র বা অন্যান্য সহায়তা দিতে পারে— এমন কোনো ইঙ্গিত আছে কিনা- এ প্রশ্নের জবাবে ন্যাটোর মহাসচিব বলেন, ‘আমরা কিছু লক্ষণ দেখেছি যে, তারা এর জন্য পরিকল্পনা করছে এবং অবশ্যই ন্যাটোর মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সতর্ক করছে। চীনের উচিত নয় রাশিয়ার অবৈধ যুদ্ধকে সমর্থন করা।’

স্টলটেনবার্গ আরও বলেন, ‘রাশিয়াকে চীনের সম্ভাব্য সহায়তা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে চীনের উচিত হবে না আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম