Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ায় যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৮ পিএম

ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ায় যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী 

স্পষ্টত দুই মেরুতে বিভক্ত হয়ে যাচ্ছে বিশ্ব। একদিকে রাশিয়া, চীন ও তাদের আদর্শিক মিত্র দেশগুলো। অন্যদিকে ইউক্রেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো। 

জো বাইডেনের অঘোষিত ও ঝটিকা ইউক্রেন সফরে তা আরও একবার পরিষ্কার হলো। কিয়েভে পৌঁছে দেশটির প্রতি শতভাগ সহায়তার নিশ্চয়তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে মস্কো সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চলতি সপ্তাহেই দেশটিতে সফরে যাওয়ার কথা রয়েছে তার। খবর সিএনএনের। 

ইউক্রেনে রুশ হামলার এক বছর হতে আর মাত্র তিন দিন বাকি। এমন সময় পোল্যান্ডে তিন দিনের পূর্বঘোষিত সফরের কথা ছিল বাইডেনের; কিন্তু গোপনে কিয়েভে চলে গেছেন তিনি।

এদিকে আট দিনের ইউরোপ সফরের শুরুতেই মস্কো সফরে যাচ্ছেন ওয়াং ই। সম্প্রতি জার্মানির মিউনিখ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়াকে অস্ত্র সহায়তার কথা ভাবছে চীন। তিনি আরও দাবি করেন, ইতোমধ্যে দেশটির ওয়াগনার বাহিনীকে সাহায্য করা শুরু করে দিয়েছে চীন। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম