রাশিয়াকে ধ্বংস করতে দৃঢ়প্রতিজ্ঞ পশ্চিমারা: ক্রেমলিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৯ পিএম
জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেঞ্জিয়া। ছবি: এসোসিয়েটেড প্রেস
ইউক্রেনে রুশ হামলার এক বছর হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এমন সময় পশ্চিমা শক্তিদের বিরুদ্ধে কড়া বক্তব্য দিলেন জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেঞ্জিয়া। খবর আলজাজিরার।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ মন্তব্য করেন নেবেঞ্জিয়া। তিনি বলেন, দেশরক্ষা ব্যতীত আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। নিজেদের পরিচয় আর ভবিষ্যৎ রক্ষা করাই মস্কোর লক্ষ্য।
বৈঠকে মিনস্ক চুক্তি ভঙ্গের জন্য ইউক্রেনকে দোষারোপ করেছেন নেবেঞ্জিয়া। একইসঙ্গে ফ্রান্স ও জার্মানিসহ পশ্চিমাদের ওপরও যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ করেন ভ্যাসিলি নেবেঞ্জিয়া। তার দাবি, পশ্চিমারা মস্কোকে ধ্বংস করে দিতে চায়।
প্রতিক্রিয়ায় ইউক্রেনে রাশিয়ার অভিযানকে অযৌক্তিক ও মানবতাবিরোধী আখ্যা দিয়েছেন জাতিসংঘে ফ্রান্সের প্রতিনিধি। তিনি রাশিয়ার এ যুদ্ধকে ঘৃণিত আখ্যা দিয়েছেন।
গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এখনও চলছে এ অভিযান। এ সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ অস্ত্র ও অর্থসহায়তা নিয়ে এগিয়ে।