ব্রিটিশ দূতাবাসে রুশ চর স্মিথের ১৩ বছরের জেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৭ এএম
রাশিয়ার কাছে তথ্য পাচারের অভিযোগে ব্রিটিশ দূতাবাসের এক নিরাপত্তারক্ষীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ আদালত।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এ রায় দেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম ডেভিড ব্যালেন্টিন স্মিথ (৫৮)। খবর বিবিসির।
তিনি তার জন্ম স্কটল্যান্ডে, কর্মজীবন শুরু করেন ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে। পরে সেখানে দীর্ঘ ১২ বছর কাজ শেষে ২০১৬ সালে জার্মানির বার্লিনে ব্রিটিশ দূতাবাসের নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করেন।
পরে ২০১৮ সালে স্মিথের ইউক্রেনীয় স্ত্রী তাকে ছেড়ে ইউক্রেন চলে যান এবং তারপর থেকেই স্মিথের আচরণও বদলে যেতে শুরু করে।
পরে স্মিথকে তথ্য পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়। বলা হয়, তিনি ব্রিটিশ দূতাবাসের গোপন তথ্য চুরি করে তা একটি ইউএসবি ড্রাইভে মজুত করতেন।
বিষয়টি নজরে আসার পর স্মিথকে ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়ার আরজি জানানো হয় ব্রিটিশ সরকারের কাছে। পরে ২০২২ সালের এপ্রিল মাসে তাকে ব্রিটেনে ফিরিয়ে আনা হয়।
বিচারক বলেন, আপনি ব্রিটিশ জনগণের জীবনকে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে ফেলেছেন। আপনি সুকৌশলে দিনের পর দিন এই বেআইনি কাজ চালিয়ে গেছেন।