Logo
Logo
×

আন্তর্জাতিক

টাইটানিকের ধ্বংসাবশেষের বিরল ভিডিও 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১০ পিএম

টাইটানিকের ধ্বংসাবশেষের বিরল ভিডিও 

ফাইল ছবি

টাইটানিক নামের বিলাসবহুল প্রমোদতরি ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। ৭৩ বছর পর ১৯৮৫ সালে সাগরের তলদেশে এর ধ্বংসাবশেষ শনাক্ত হয়। এর কয়েক মাস পর ১৯৮৬ সালে সমুদ্রবিজ্ঞানবিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশনের (ডব্লিউএইচওআই) গবেষক দল ধ্বংসাবশেষটির ভিডিও ধারণ করেন। তখনকার একটি বিরল ভিডিও ডব্লিউএইচওআই সম্প্রতি প্রকাশ করেছে। রয়টার্স ও সিএনএন।

আটলান্টিক মহাসাগরের প্রায় দুই মাইল (তিন কিলোমিটার) গভীরে ভিডিওটি ধারণ করা হয়েছে। একটানা ধারণ করা ৮০ মিনিটের ভিডিও ফুটেজটির বেশির ভাগ অংশই এতদিন অপ্রকাশিত ছিল। এ ভিডিওতে ডুবে যাওয়া জাহাজটির ভেতরের অবস্থা দেখা গেছে। জাহাজের ডেক ও বিভিন্ন সরঞ্জাম দেখা গেছে। আশপাশে সামুদ্রিক প্রাণীদের সাঁতার কেটে বেড়ানোর দৃশ্যও উঠে এসেছে ফুটেজে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম