Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে জার্মানিতে বিশ্বনেতৃবৃন্দের বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৭ পিএম

ইউক্রেন ইস্যুতে জার্মানিতে বিশ্বনেতৃবৃন্দের বৈঠক

ইউক্রেন যুদ্ধ নিয়ে শুক্রবার জার্মানিতে বৈঠকে বসছেন বিশ্বনেতৃবৃন্দ এবং শীর্ষ সেনা কর্মকর্তরা।

তারা এমন সময় এ বৈঠকে বসছেন, যখন বিশেষ সামরিক অভিযান শুরুর বর্ষপূর্তি উপলক্ষ্যে ইউক্রেনে আরও ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। খবর রয়টার্সের।

পূর্বাঞ্চলীয় বাখমুত শহরটি নিয়ে কঠিন পরিস্থিতিতে আছে ইউক্রেন। গত কয়েক দিনে এই শহরটির কিছু এলাকা দখল করে নিয়েছে রুশ বাহিনী।

উভয়পক্ষের কাছে শহরটি গুরুত্বপূর্ণ। কারণ বাখমুত কয়লাখনির জন্য বিখ্যাত।

দোনেৎস্কে ভয়াবহ গোলাবর্ষণ করে যাচ্ছেন রুশ সেনারা। অঞ্চলটির অর্ধেক এখন তাদের নিয়ন্ত্রণে। কিন্তু তাদের মূলশক্তি নিয়োগ করেছে বাখমুতে। শহরটির পূর্বের শহরতলি তাদের নিয়ন্ত্রণে।

ইউক্রেন দাবি করেছে, বৃহস্পতিবার রাশিয়ার ছোড়া ৩৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৬টি তারা ভূপাতিত করেছে। তবে এ ব্যাপারে রাশিয়া কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার হামলা ঠেকাতে পশ্চিমাদের কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছে ইউক্রেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম