ভূমিকম্পের ৯ম দিনে কিশোরকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৮ পিএম
প্রতীকী ছবি
একের পর এক অলৌকিক ঘটনা ঘটছে তুরস্ক ও সিরিয়ায়। ভূমিকম্পের ৯ম দিনে মঙ্গলবার তুরস্কের দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছরের এক কিশোরকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
উদ্ধারকর্মীরা মঙ্গলবার তুরস্কের কাহরামানমারাস প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর ওই কিশোরকে জীবিত উদ্ধার করেন। খবর ডেইলি সাবাহর।
৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে।
তাদের মধ্যে বেশিরভাগ তুরস্কের বাসিন্দা। দেশটির ভূকম্পনপীড়িত ১০টি অঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভূমিকম্পে কমপক্ষে এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ভূকম্পনপীড়িত এলাকাগুলোয় প্রচণ্ড শীত পড়েছে। দেখা দিয়েছে মানবিক সংকট। যথাসময়ে যথেষ্ট ত্রাণ না পৌঁছানোয় খাদ্যসংকটও দেখা দিয়েছে।
পরিস্থিতি এমন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশঙ্কা প্রকাশ করে বলেছে, ভূমিকম্পে যারা বেঁচে গেছেন, তাদেরও অনেকে মারা যেতে পারেন আশ্রয়, খাবার, সুপেয় পানি ও জ্বালানির অভাবে।