Logo
Logo
×

আন্তর্জাতিক

কিমের কন্যা কি তার উত্তরসূরি?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৭ পিএম

কিমের কন্যা কি তার উত্তরসূরি?

সম্প্রতি একটি সামরিক ভোজে ৯ বছরের কন্যাসহ অংশ নিতে দেখা গেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে। এ নিয়ে বিশেষজ্ঞ মহলে তৈরি হয়েছে নানা বিশ্লেষণ। কিম তার কন্যাকে নিয়ে এই ভোজে অংশ নেওয়ার কারণ নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। কেউ ধারণা করছেন এই কন্যাই হতে চলেছে কিমের উত্তরসূরি। তাই তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই অনুষ্ঠানে নিয়ে এসেছেন কিম জং উন। 

৯ বছর বয়সি এ কন্যার নাম জু আয়ে। কিমের দ্বিতীয় কন্যাসন্তান তিনি। গত মঙ্গলবার রাতে কালো কোট পরে সামরিক বাহিনীর ভোজে বাবা-মায়ের ঠিক মাঝের চেয়ারেই বসে রয়েছেন তিনি। 

সিএনএন বলছে, কয়েক মাস ধরেই সামরিক বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যাচ্ছে তাকে।

কিছু কিছু বিশেষজ্ঞের ধারণা, সম্প্রতি মেয়েটির এই ঘন ঘন আনাগোনাই জানান দিচ্ছে কয়েক দশকের কর্তৃত্ববাদী পারিবারিক শাসনের সেই পরবর্তী উত্তরসূরি। 

কোরিয়ান পিপলস পার্টির (কেপিএ) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হয়েছিল এই সামরিক ভোজের আয়োজন। সেই সময় কিম তার স্ত্রী রি সল জু ও দ্বিতীয় সন্তানকে নিয়ে সামরিক ব্যারাক পরিদর্শন করেন। তার পর ভোজসভায় যোগ দেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) একটি প্রতিবেদনে কিম তার কন্যার ভোজনকে সামরিক কর্মকর্তাদের ‘স্বপ্নপূরণ’ হিসাবে আখ্যা দেন। রোডং সিনমুন সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম এবং তার মেয়ে ভোজসভায় প্রবেশের পর সামরিক কর্মকর্তারা করতালি দিয়ে অভিবাদন জানান।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে সেই গোপনীয়তাকে দূরে ঠেলে মেয়েকে বারবারই প্রকাশ্যে আনছেন। সেসবের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম