খেলার সময় শিশুকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চিতাবাঘ, অতঃপর...
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫১ পিএম
চিতাবাঘের আক্রমণে ভারতে প্রাণ গেল দেড় বছরের এক শিশুর। শুক্রবার রাজস্থানের জয়পুরের জামওয়া রামগড় এলাকায় এ ঘটনা ঘটে।
আনন্দবাজার পত্রিকা জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির বাইরে খেলছিল শিশুটি। এ সময় তাকে কামড়ে টেনেহিঁচড়ে জঙ্গলের দিকে নেওয়ার চেষ্টা করে একটি চিতাবাঘ। পরে পরিবারের সদস্যরা টের পেলে শিশুটিকে রক্ষার জন্য চিতাবাঘের ওপর পাল্টা আক্রমণ করে।
অবস্থা বেগতিক দেখে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় রেখে পালিয়ে যায় চিতাবাঘটি। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে শিশুটির মৃত্যু ঘটে।
বন অধিদপ্তরের কর্মকর্তা রামকরণ মীনা জানান, চিতাবাঘটি ক্ষুধার্ত ছিল। সেই কারণেই জঙ্গল ছেড়ে খাবার খুঁজতে খুঁজতে সে লোকালয়ে ঢুকে পড়ে। সন্ধ্যার অন্ধকারে সামনে শিশুটিকে একা পেলে আক্রমণ করে এবং ক্ষুধা নিবারণের চেষ্টা করতে কামড়ে টেনেহিঁচড়ে জঙ্গলের দিকে নেওয়ার চেষ্টা করে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে মারা যায়।