যুক্তরাষ্ট্রকে দেখে নেওয়ার হুমকি চীনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪০ পিএম
মার্কিন আকাশে চীনের নজরদারি বেলুনটি ভূপাতিত করেছে পেন্টাগন। এ নিয়ে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করল চীন। সেইসঙ্গে ওয়াশিংটনকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। খবর এএফপির।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সব কর্মকাণ্ড আইনসিদ্ধ। যেহেতু আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বেলুনটি মার্কিন আকাশে প্রবেশ করেছে, তাই এটি ভূপাতিত করা হয়েছে।
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ বেসামরিক একটি বেলুন নিয়ে অতিরঞ্জন করছে যুক্তরাষ্ট্র।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেয়া যায়, চীনের সন্দেহভাজন বেলুনটি একটি ফাইটার জেট দিয়ে ভূপাতিত করে মার্কিন সামরিক বাহিনী।
এর আগে চীন জানিয়েছে, বেলুনটি আবহাওয়া নির্ণয়ের জন্য আকাশে ওড়ানো হয়েছিল। তবে বৈরি আবহাওয়ার কারণে এটি লাইনচ্যুত হয়ে আটলান্টিক সাগরের ওপর দিয়ে মার্কিন আকাশে চলে গেছে।
গতকাল এ ঘটনায় চীনে আসন্ন সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রনীতি অ্যান্থনি বিঙ্কেন। তবে যুক্তরাষ্ট্রের ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান করেছিল চীন।